সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিপাহীবাগ চারতলা গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হলো- রিয়া ইসলাম (১৭)। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ৬টায় রিয়াকে মৃত ঘোষণা করেন।
রিয়ার ওই এলাকার রিপন মিয়ার মেয়ে এবং খিলগাঁও গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মা-বাবা ও ছোট বোনসহ সিপাহীবাগের ওই বাসায় থাকতেন রিয়া।
রিয়ার চাচা স্বপন মিয়া জানান, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হয় বৃহস্পতিবার (৫ অক্টোবর)। তবে কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয় রিয়া। এ নিয়ে তার মন খারাপ ছিল। শুক্রবার বিকেলে রিয়ার বাবা বাসার বাইরে ছিলেন এবং মা ছোট মেয়েকে নিয়ে কোচিং যান। তখন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নেয় রিয়া। তার মা বাসায় এসে জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছে রিয়া।
প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরএ