সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৬৫) হক নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) বিকেলে প্রগতি স্বরণী ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লালা নগর গ্রামের মৃত শফিউল ভুইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম পারভেজ।
তিনি বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জেডএ