সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দুই দিন ধরে বিভিন্ন এলাকায় ড্রেন, নালা পরিষ্কার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যত বৃষ্টিই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে পানি নেমে যাওয়ার পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই ড্রেন যদি আমরা ব্লক করে রাখি ময়লা আবর্জনা ফেলে, পানি যাবে কোথায়?
সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়।
এতে আরও বলা হয়, কেউ কেউ গোপনে ড্রেনগুলোতে পরিত্যক্ত লেপ, তোশক, বালিশ পর্যন্ত ফেলে বাসায় চলে যাচ্ছে। ফলে বৃষ্টি নামলেই হচ্ছে জলাবদ্ধতা। এ দায় কার? আমরা শহরটির সঙ্গে যেমন আচরণ করব শহর আমাদের তেমনটাই ফেরত দেবে, এটাই স্বাভাবিক। কানাডা, ইউরোপ আমেরিকার মতো সুবিধা পেতে তাদের দেশের নাগরিকদের মতো আচরণ করতে হবে। কথা পরিষ্কার।
এতে আরও বলা হয়, কোথাও পানি জমে থাকলে ফোন করুন ১৬১০৬ এই নম্বরে। কুইক রেসপন্স টিম পৌঁছে যাবে আপনার কাছে।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দুই দিন ধরে বিভিন্ন এলাকায় ড্রেন, নালা পরিষ্কার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই ধারাবাহিকতায় শনিবারও বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
তাদের নিয়ে আরেক পোস্টে ডিএনসিসি বলেছেন, এই কর্মবীরদের সেলুট। আমরা যত্রতত্র ময়লা না ফেলি। এতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে।
জেডএ