দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত দুইদিন থেকে দেশের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৫ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী মাসের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা কম। এদিকে তাপমাত্রার উর্ধ্বগতি থাকবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
কে