সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মধ্যরাত থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। সঙ্গে ঝোড়ো বাতাসও রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। এখনও মেঘলা রাজধানীর আকাশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রাজধানীর ভাটার থানাধীন জোয়ার সাহারা বাজারের বাসিন্দা জামাল উদ্দিন জানিয়েছেন, রাত সাড়ে ১২টার পর ক্ষণে ক্ষণে বিকট শব্দে বজ্রপাতে সন্তানরা আঁতকে উঠছে। সবার মধ্যে একটা ভয় কাজ করছে।
মামুন নামে পুরান ঢাকার এক যুবক জানিয়েছেন, বজ্রপাতের শব্দে ঘুমানো দায়। ভয়ও কাজ করছে। রাত দেড়টার দিকে এখানে শিলাবৃষ্টি পড়েছে। ঝোড়ো বাতাসও রয়েছে। ঘন ঘন বজ্রপাতে বাচ্চারা ভয় পাচ্ছে। এদিকে, সন্ধ্যা ৭টার পর ঢাকার আকাশ কালো করে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। ৮টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, অফিস ফেরত চাকরিজীবী এবং সড়কের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও অন্য কর্মকর্তারা। এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। এছাড়া হবিগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
পূর্বাভাসমতে, মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কে