সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ করে দেশে ফিরেছেন উইকেট রক্ষক-ব্যাটার লিটন দাস। অন্যদিকে সাকিব আল হাসান দেশে না ফিরে চলে গেছেন সংযুক্ত আরব আমিরাতে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের মাঝ পথে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গল টাইটান্সে যোগ দেন সাকিব আল হাসান। গ্রুপ পর্বের শেষের দিকে একই দলের হয়ে খেলতে ডাক পড়ে লিটন দাসের। দলে ছিলেন আরেক টাইগার ব্যাটার মোহাম্মদ মিঠুন।
দল সেমি-ফাইনালে উঠলেও প্রথম কোয়ালিফায়ারে সাকিব-লিটন দুজনেই ছিলেন ব্যর্থ। হারের পর সুযোগ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার। কিন্তু এখানেও ব্যর্থতা গলের। লিটন ১৯ বলে ২৫ রান করলেও বল হাতে উজ্জ্বল থাকা সাকিবের ব্যাট হাসেনি। অন্যদিকে মিঠুনের সুযোগ হয়নি একটি ম্যাচও খেলার।
লিটন ৩ ম্যাচে খেলে করেন ৩৪ রান। অন্যদিকে সাকিব ১০ ম্যাচে ওভার প্রতি ৫.৭০ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট। ব্যাট হাতে ১০ ম্যাচে ৯ ইনিংসে করেন ১৩৮ রান।
লিটনের সোমবার জাতীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও সাকিব কবে যোগ দেবেন সেটি এখনও অজানা। এদিকে এশিয়া কাপ খেলতে আগামী ২৫ আগস্ট কলম্বো যাবে বাংলাদেশ দল।
এমআর/