সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দুইদিন আগেই দেশ এসেছিলেন লিটন দাস। দেশে ফিরতে না ফিরতেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক আসায় চলে গেলেন শ্রীলঙ্কায়। কানাডায় ভিন্ন দলে খেললেও এবার সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন।
গলে সাকিব ছাড়াও রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ম্যাচ ধরতে আজ শনিবার সকালে শ্রীলঙ্কা উড়াল দেন লিটন দাস।
এছাড়া এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন বাংলাদেশ দলের পেসার শরীফুল ইসলাম। যদিও ম্যাচ খেলার এখনও সুযোগ পাননি তিনি।
তার আগে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দুর্দান্ত পারফর্ম করে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। বিদেশি লিগে প্রথমবার ডাক পাওয়া হৃদয় ৬টি ম্যাচ খেলে একটি ম্যাচে শূন্য (০) ছাড়া বাকি ৫ ম্যাচে করেন ৩৮.৭৫ গড়ে ১৫৫ রান। ছয়টি ম্যাচে খেলেন যথাক্রমে ৫৪, ৩৪, ৪৪*, ১৯, ০ এবং ১৪* রানের ইনিংস।
এবারই প্রথম শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে ডাক পেয়েছেন লিটন। তবে কানাডায় সারে জাগুয়ার্সে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে ১৫২ রান করেছেন, গড় ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।
গত ৩০ জুলাই শুরু হওয়া ৫ দলের এলপিএল চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এলপিএল শেষ করে দেশে ফিরে এশিয়া কাপ খেলতে আবারও চলে যেতে হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলোয়াড়দের থাকতে হবে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণের ওপরেই।
এমআর/