সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান। মিলান ডার্বিতে শিরোপা লড়াইয়ে লাউতারো মার্তিনেসের গোলে জ্বলে ওঠা ইন্টার মিলানের।
দ্বিতীয়ার্ধে ইন্টারকে উল্লাসে মাতান মেহেদী তারেমি। দুই গোলে পিছিয়ে পড়ার পর এসি মিলানের অসাধারণ কামব্যাক। ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপে উল্লাসে মাতলো এসি মিলান।
সোমবার (৬ জানুয়ারি) রাতে ম্যাচে সৌদি আরবের রিয়াদে আল-আজওয়াল স্টেডিয়ামের ফাইনালে মিলান ডার্বির দেখা পেল ফুটবলপ্রেমীরা। সেখানে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান।
গত তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার ট্রফি উঁচিয়ে ধরল এসি মিলান।
ফাইনাল ম্যাচ হয়েছিল ফাইনালের মতোই। দুই দলেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। খেলার ২৩ মিনিটে এগিয়ে যেত পারত ইন্টার। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর শট ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান (১-০)। তারেমির বাড়ানো বলে গোল করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। ওই গোলের লিডে বিরতিতে যায় ইন্টার।
বিরতির পর আবারো ইন্টারের ঝলক। এবার গোলদাতা ইরানি ফরোয়ার্ড মেহেদী তারেমি। তাতে ইন্টারের স্কোরলাইন হয় ১-১। পিছিয়ে পড়েই ম্যাজিক দেখাতে শুরু করে এসি মিলান।
খেলার ৫২ মিনিটে ব্যবধান কমান এরনঁদেজ। নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি এই ডিফেন্ডার। তাতে স্কোরলাইন দাড়ায় (২-১)।
খেলার ৮০ মিনিটে এসি মিলানকে সমতায় ফেরান পুলিসিক (২-২)। এরনঁদেজের বাড়ানো বলে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড।
খেলার যোগ করা সময়ে (৯০+৩) মিনিটে এসি মিলানের জয়সূচক গোল করেন ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান তিনি।
বাকি সময়ে গোল না হলে ট্রফির উল্লাসে মাতে এসি মিলান। এর আগে ২০২২ সালের শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল এসি মিলান। এবার দলটি নিলো মধুর প্রতিশোধ।
কে