সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ টেস্ট জিতে, সিরিজ ড্র করে এই ম্যাচের আগে উজ্জিবিত বাংলাদেশ। নিজেদের পছন্দের ফরম্যাটের শুরুটাও করতে চায় জয় দিয়ে। সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে।
টেস্ট সিরিজের সুখস্মৃতি নিয়ে সেনন্ট কিটসে বাংলাদেশ। শেষ টেস্ট জিতে উজ্জিবীত বাংলাদেশ, ওয়ানডে সিরিজে পুনরাবৃত্তি করতে চায় এই ভেন্যুতে ইতিহাস গড়া জয়ের পুনরাবৃত্তি। আগে এই মাঠে তিন ম্যাচ খেল ২টিতেই জিতেছে টাইগাররা।
শেষবার ২০১৮ তে যেবার এই ভেন্যুতে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে সেই স্কোয়াড থেকে এবার দলে আছেন মাত্র মিরাজ, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজের অবশ্য এবার বদলেছে দায়িত্ব। ব্যাটিং বোলিংয়ের সাথে এবার দলেটার দায়িত্বও তার কাঁধে। জ্যামাইকা টেস্টে জয়ের অন্যতম কারিগর নাহিদ রানাকে নিয়ে উচ্ছসিত খোদ ক্যারিবিয়ানরা। কোর্টনি ওয়ালশ ম্যাচে শেষে কথা বলেছেন এই তরুন সেনসেশনের সাথেও।
এই ভেণ্যুতে আগের ১৮ ম্যাচে মাত্র পাচবারই ২০০রান উঠেনি এই গ্রাইন্ডে। এছাড়া পেসারদের স্বর্গরাজ্য এই উইকেট যেনো ব্যাটারদের জন্যও আশির্বাদ। ৩০০ রান ওঠে হরহামেশাই। লিটন, মিরাজ, রিয়াদদের নিতে হবে দায়িত্ব প্রতিপক্ষকে চাপে ফেলবার। তানজিদ হাসান তামিম গ্লোবাল টিটোয়েন্টি খেলে কাজে লাগাতে চান অভিজ্ঞতা।
পঞ্চ পান্ডবদের মাছে একমাত্র রিয়াদ রয়েছেন এই দলটায়। আর ভেন্যুটাও বলা যায় রিয়াদের ঘরের মাঠ। কারন সিপেএলে ফ্রাঞ্চাইজি দল সেন্ট কিটসের হয়ে লম্বা সময় কাটিয়েছেন এখানে। তার ব্যাটিং গড়টাও সবাইকে ছাড়ানো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এই দলটার মাঝে।
কে