সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার মুশফিকুর রহিম। নিজের অর্জনের মাত্রাকে আরও একধাপ ছাড়িয়ে গেলেন সিনিয়র এ উইকেটরক্ষক ব্যাটার।
প্রথম বাংলাদেশি হিসেবে লঙ্গার ভার্সনে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে ৯২ টেস্টে ১৭০ ইনিংসে তার রান ছিল ৫৯৬১ রান। প্রথম ইনিংসে আউট হওয়ার আগে ১১ রান করেন তিনি। তাতে মাইলফলক স্পর্শ করতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ২৮ রান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি।
এদিন ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের করা ১০৬ রানের জবাবে ৩০৮ রান করেছিল প্রোটিয়ারা। এখনো ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
এদিকে এ তালিকায় মুশফিকের পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব। এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে ৪২৬৯ রান করেছেন।
অ