সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত হলো ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস। কানপুরের গ্রিন পার্কে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়।
আগে থেকেই অনুমেয় ছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। আর তাই হয়েছে। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
এদিকে ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মার দল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
আরএ