সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আজ (১২ আগস্ট) দুপুরের ফ্লাইটে পাকিস্তান সিরিজের জন্য যাবে ১৬ সদস্যের এই দল। সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম ও মুমিনুল হকের মত ক্রিকেটাররা খেলবেন এই সিরিজে।
১৬ সদস্যের এই স্কোয়ার্ডে টপ অর্ডারে আছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, লিটন দাস ,জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক ও মুশফিকুর রহিমের মতো ব্যাটাররা।
সদ্য সংসদ সদস্য হওয়া সাকিব সরকার পতনের কারণে দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল নানা আলোচনা। সব আলোচনা ছাপিয়ে দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
সাকিবের সঙ্গে স্পিন এ্যাটাকে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ বোলাররা। তাদের সঙ্গে তাল মেলাতে রয়েছেন তরুন স্পিনার নাঈম হাসান।
খেলা পাকিস্তানে হওয়ায় দলের পেসাররা বাড়তি সুবিধা পাবে সেখানে। তাই পেসারদের সুবিধা পেতে দলে রাখা হয়েছে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের মত বোলারদের।
সাকিব–মুশফিকের সঙ্গে মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাটিতে ভালো করার আশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০–এর বেশি টেস্ট উইকেট আছে।’
দলের দুই টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত ও লিটন দাস রানে ফিরবেন বলেও আশা প্রধান নির্বাচকের। ভালো রান করে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবেন এবং দলগত পারফরম্যান্সের প্রত্যাশা তার। অভিজ্ঞদের ঘিরে এই দল জয় তুলে আনতে পারে কিনা তা শুধু সময়ের অপেক্ষা।
আর/কে