সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বর্তমানে বুয়েন্স এইরেসে উৎসবের স্রোতে ভাসছে আর্জেন্টিনা দল। উৎসবের রঙয়ে রঙ্গিন হওয়ার মাঝেই ‘অপমানজনক’ ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ায় ক্ষমা চাইলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
গত রোববার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে স্ক্যালোনি শিষ্যরা।
শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আর্জেন্টিনা দলের টিম বাসে উদ্যাপনের একটি ভিডিওতে ফ্রান্সকে নিয়ে বানানো বর্ণবাদী গানটি শোনা যায়। যে ভিডিওটি আবার পোস্ট করা হয়েছিল চেলসি তারকা ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। আর্জেন্টিনার সমর্থকেরা বর্ণবাদী এই গানটির সূত্রপাত ঘটায় ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসিরা চ্যাম্পিয়ন হলে।
ফার্নান্দেজের পোস্ট করা ভিডিওতে লক্ষ্য করা যায়, তিনিসহ অন্যান্য খেলোয়াড়রাও সেই গানে সুর মিলিয়েছেন। পরবর্তীতে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে এ প্রসঙ্গে ২৩ বছর বয়সী ফার্নান্দেজ ক্ষমা চেয়ে লিখেন, ‘জাতীয় দলের উদ্যাপনে আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাত নেই। আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে। আমাদের কোপা আমেরিকা উদ্যাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই। ওই ভিডিও, ওই মুহূর্ত, ওই শব্দগুলো আমার বিশ্বাস বা চরিত্রকে ফুটিয়ে তোলে না। আমি সত্যিই দুঃখিত।’ এদিকে এই বিষয়ে এর আগেই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছেও অভিযোগ করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমি মার্টিনেজ এমবাপ্পেকে নিয়ে ড্রেসিং রুমে অপমানজনক গান গাইতে শোনা গিয়েছিল এবং তাকে ব্যাঙ্গ করতেও দেখা গিয়েছিল। সেবারও বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরে ছাদখোলা বাসে উদযাপনের সময় আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের কোলে একটি পুতুল দেখা গেছে। সেই পুতুলের মুখে এমবাপ্পের একটি ছবি বসানো ছিল।
কে