সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু হঠাৎ সেদিন মাঠে খেলতে দেয়া হয়নি তাসকিনকে। বিষয়টি তখন আলোচনায় না থাকলেও বিশ্বকাপ শেষে সম্প্রতি গণমাধ্যমে খবর বের হয়, ঘুম থেকে উঠতে দেরি করায় একাদশে রাখা হয়নি তাসকিনকে ।
এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি জানান, স্বাভাবিক সময়ের পরে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেছিলেন তাসকিন।
বিভিন্ন দেশের বিভিন্ন গনমাধ্যেম এই বিষয়টি নিয়ে তদন্ত করে, ঘটনার সত্যতা পাওয়ায় এক প্রকার হাসি তামাশা করছেন তাসকিনের এই অপেশাদারিত্ব নিয়ে। যুক্তরাজ্যের গনমাধ্যম এই বিষয়ে বলেন, অদ্ভুত কারণে বাংলাদেশ-ভারতের ম্যাচ মিস করেছেন তাসকিন আহমেদ।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তাসকিন। নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দাবি করেছেন, বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা গুজব। দীর্ঘ এক পোস্টে তাসকিন বলেন,
“আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে, সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই।”
ঘুমের কথা স্কীকার করে তাসকিন বলেন, “আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।”
এই পেসার বলেন, “আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে। টস হয়েছে সকাল ১০টায়। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।”
“আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।”
নিজের ভুল শিকারের পরেও বিশ্বকাপের মত মঞ্চে এমন অপেশাদারিত্ব মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। এমন ভুল থেকে দলের সহ-অধিনায়ক কোন শিক্ষা নিয়েছেন কিনা তা হয়তো সময়ই বয়লে দিবে।
আর আই