সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইসিসির সর্বোচ্চ কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমে উগান্ডা নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্মরণীয় এক জয়ের দেখা পেয়েছে তারা। পাপুয়া নিউ গিনিকে পূর্ব আফ্রিকার এই দেশটি ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের তোপে ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি। জবাবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে দলটি ১৮.২ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলেছে।
রান তাড়া করতে নেমে মাত্র ৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল উগান্ডা। সেখান থেকে দলের হাল ধরেন রিয়াজাত আলী শাহ। মূলত তার ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছায় আফ্রিকার দেশটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন এ ব্যাটার।
চার্লস আমিনির বলে সিঙ্গেল নিয়ে দলের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন ওয়াইসওয়া। পিএনজির হয়ে ভানুয়া ও নাও দুটি এবং আসাদ ও সোপার একটি করে উইকেট নেন।
এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। প্রথম ওভারে রানের খাতা খলার আগেই পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে ফেরান রামজানি। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডরিগা দুজনেই ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উগান্ডার রামজানি, কেয়ুটা, মিয়াজি ও নুবুগা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ১৯.১ ওভারে ৭৭ (আসাদ ০, টনি ১, বাউ ৫, সিয়াকা ১২, হিরি ১৫, আমিনি ৫, ডোরিগা ১২, সোপের ৪, ভানুয়া ৫, নাও ৫, কারিকো ০*; রামজানি ৪-১-১৭-২, কিয়ুটা ৩.১-০-১৭-২, মিয়াজি ৪-০-১০-২, মাসাবা ৪-০-১৭-১, সুবুগা ৪-২-৪-২)
উগান্ডা: ১৮.২ ওভারে ৭৮/৭ (মুসাকা ০, সেসাজি ১, ওবুয়া ১, রিয়াজাত ৩৩, রামজানি ৮, নাকরানি ০, মিয়াজি ১৩, ওয়াইসওয়া ৭*, মাসাবা ০*; নাও ৪-০-১৬-২, ভানুয়া ৪-০-১৯-২, সোপের ৪-০-১৩-১, আসাদ ২-০-১০-১, কারিকো ৪-০-১৮-০, আমিনি ০.২-০-২-০)
ফল: উগান্ডা ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিয়াজাত আলি শাহ
এম