সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের বাবর আজম। চলমান পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর।
জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিলিয়ে ২৭১ ইনিংসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর। জাতীয় দলসহ সর্বমোট ১৯টি দলে খেলেছেন বাবর। এর মধ্যে জাতীয় দলের হয়ে ৩ হাজার ৬৯৮ রান ও করাচি কিংসেই হয়েই করেছেন ২ হাজার ৩৯৮ রান। অন্যদিকে, এই মাইলফকে পৌঁছাতে গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। ২৯৯ ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি।
পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক অর্জন করেছেন বাবর আজম। এর আগে, পিএসএলে অন্য কোনো ব্যাটার তিন হাজার রান করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত আড়াই হাজার রানের মাইলফলকও কেউ ছুঁতে পারেননি।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ১০ হাজার রান ছুঁতে পারা অন্য ১২ ক্রিকেটার হলেন- ক্রিস গেইল, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মুনরো, জেমস ভিন্স ও ডেভিড মিলার।
আর আই