সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইরানের তেহরানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে দুই হিটে ১৬ জন স্প্রিন্টার অংশ নিয়েছেন। বাংলাদেশের ইমরানুর রহমান অংশ নিয়েছিলেন প্রথম হিটে। ইমরান তার হিটে দ্বিতীয় হয়েছেন ৬.৬০ সেকেন্ড টাইমিংয়ে।প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে ইমরান ০.০২ সেকেন্ড কম টাইমিং করেছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, 'আমরা এখনো ফাইনালের আনুষ্ঠানিক তালিকা পাইনি। ইমরান নিজের হিটে দ্বিতীয় এবং দুই হিট মিলিয়ে শীর্ষ তিনে থাকায় তার ফাইনাল খেলা নিশ্চিতই।’ দুই হিট থেকে শীর্ষ চার জন করে আট জনের ফাইনাল খেলার কথা।
সেমিফাইনালের প্রথম হিটে ওমানের আলী আনোয়ার ইমরানকে টপকে আছেন তালিকার প্রথমে। তার টাইমিং ছিলো ৬.৫০।দ্বিতীয় হিটে প্রথম হয়েছেন জাপানের সুহেই তাদা। তার টাইমিং ৬.৫৩। দ্বিতীয় হিটে দ্বিতীয় হওয়া অ্যাথলেটের টাইমিং ইমরানের চেয়ে ০.০১ সেকেন্ড বেশি।
গত বছর কাজাখস্তানে ইমরান ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইমরানের গত আসরের সেরা টাইমিংয়ের চেয়ে খানিকটা কম সময়ে দৌড়াচ্ছেন ওমানের স্প্রিন্টার আলী আনোয়ার। তাই এবার ইমরানের শ্রেষ্ঠত্ব খানিকটা প্রশ্নের মুখে। আজ বাংলাদেশ সময় রাত নয়টায় পদকের জন্য ইরানের চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামবেন ইমরান।
আর আই