সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘মিডিয়া মোগল’ খ্যাত মহসিন নাকভি। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের ডাকা সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনির। আগামী তিন বছরের জন্য পিসিবির দায়িত্বে থাকছেন পাঞ্জাব রাজ্যের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নাকভি।
পিসিবি দেওয়া বিবৃতিতে নাকভি বলেন, ‘আমি সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ায় গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি দেশে খেলাটির মান বাড়াতে এবং পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব আনতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।’
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পিসিবি ছাড়ার পর পূর্ণাঙ্গ চেয়ারম্যান নেই। এরপর নাজাম শেঠি ও জাকা আশরাফ বিভিন্ন মেয়াদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সবশেষ গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন জাকা আশরাফ।
এদিকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রশিক্ষক হিসেবে কাজ করা নাকভি ‘মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত। বর্তমানে পাকিস্তানের ‘২৪ নিউজ’ নামের একটি মিডিয়ার মালিক তিনি।
ডিপি/