সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সুপার সিক্সের নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমপন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। ইতোমধ্যে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন নেপালের অধিনায়ক দেব খানাল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগাররা। পরের দুই ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টটির নিয়মনুযায়ী, সুপার সিক্সে খেলার সুযোগ পাওয়া দলগুলোর বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলে পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও আয়ারল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। ভারতের বিপক্ষে হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের কারণে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ।
সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সাথে থাকছে ভারত, আয়ারল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ভারত-পাকিস্তান চার, নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে খেলবে।বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ড-নেপালের কোন পয়েন্ট না থাকায় গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দৌড়ে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।