দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে কঠোর অনুশীলন চলছে বাংলাদেশ দলের। হেড কোচ চাণ্ডিকা হাথুরু সিংহের তত্ত্বাবধানে চার দিন হয়েছে ক্লোজডোর অনুশীলনও। এতদিন ১৭ সদস্যের দলের কয়েক জন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে থাকার কারণে তাদের ছাড়া অনুশীলন চললেও এখন সবাই সয়েছেন ঢাকাতে।
যদিও ঢাকায় থাকলেও যোগ দেওয়া হয়নি অনুশীলনে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ করে সাকিব আল হাসান হাসান ও লিটন দাস ফিরেছেন দেশে। আজ মঙ্গলবার লিটন অনুশীলনে যোগ দিলেও সাকিব অনুপস্থিত।
সাকিব আজ ব্যস্ত রয়েছে একটি মোবাইল প্রস্ততকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরির শ্যুটিংয়ে। জানা গেছে, আগামীকাল বুধবার দলগত অনুশীলনে যোগ দেবেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক।
এরপর শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট রওয়ানা করবে বাংলাদেশ দল। তার এগে এলপিএলে খেলা এলপিএলে সাকিব ১০ ম্যাচে ওভার প্রতি ৫.৭০ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট। যদিও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। ১০ ম্যাচে ৯ ইনিংসে করেন ১৩৮ রান।
আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ হবে পাকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে।
এমআর/