সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ জেতার পর স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘ ১৩ বছরে আগে স্পেন পুরুষ দলের বিশ্বকাপ জেতার পর নারী দলের হাত ধরে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল দেশটি।
পুরুষদের পর নারী বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার পর স্বাভাবিক ভাবেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে মাঠে থাকা স্প্যানিশ ফুটবলের কর্তা-ব্যক্তিরা। এমন কী মেয়েদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নও স্প্যানিশরা। এত এত সাফল্যে ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে রুবিয়ালেস তো উচ্ছ্বসিত হবেনই।
কিন্তু সেটি গিয়ে ঠেকে মাত্রা অতিরিক্ততে। ট্রফি নিয়ে উদযাপনের সময় মেয়েদের মধ্যে ঢুকে পড়া, ট্রফি নিয়ে স্পেনের রানীকে দেওয়া এমন কী ম্যাচ শেষে লকার রুমে ঢুকে হাসিঠাট্টাও করেছেন রুবিয়ালেস। এতক্ষণ পর্যন্ত মানা গেলেও পুরষ্কার বিতরণী মঞ্চে করে বসলেন উদ্ভট এক কাণ্ড।
পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরে ঠোটে চুমু দিয়ে হয়েছেন ‘ভাইরাল’। তাকে নিয়ে হচ্ছে সমালোচনা।
চ্যাম্পিয়ন হবার পর খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিলেন, চুমু দিচ্ছিলেন যা দেশটির সংস্কৃতিতে স্বাভাবিক ব্যপার। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন রুবিয়ালেস। তবে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অন্যদের তুলনায় হারমোসোকে অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরে রাখতে এবং একপর্যায়ে জাপটে ধরে ঠোটে চুমু দিতে।
এরপর রুবিয়ালেসকে নিয়ে সমালোচনা শুরু হলেও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন হারমোসো। এ নিয়ে হারমোসো বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তার আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’
তবে বিশ্বকাপ ট্রফি নিয়ে লকার রুমে ইনস্টাগ্রামে লাইভে একজন হারমোসোকে মঞ্চের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, ‘এটা আমার ভালো লাগেনি।’
এমন কী লকার রুমে করা একটি ভিডিওতে রুবিয়ালেসকে বলতে দেখা যায়, খেলোয়াড়দের জন্য ইবিজায় ভ্রমণের ব্যবস্থা করবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং যেখানে হারমোসোকে তিনি বিয়ে করবেন।
এমআর/