সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোমরা স্থলবন্দর দিয়ে এখন শুধু ট্রাকের সারি নয়, দেখা যাবে কলকাতা থেকে ছেড়ে আসা বাসের সারিও। এখন থেকে সাতক্ষীরা হয়ে বাস যাবে ঢাকায়। আগে বেনাপোল বন্দর হয়ে দীর্ঘ সময় ব্যয় করে কলকাতা যেতে হতো, তাতে মানুষের সময় ও অর্থ ব্যয় হতো। এখন সেই দিন অতীত।
একটি বেসরকারি পরিবহনের যাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরা-কলকাতার বাস চলাচলের সম্পর্কের যে যাত্রা শুরু হয়েছে, তাতে আস্তে আস্তে আরও অন্য সরকারি-বেসরকারি পরিবহন যুক্ত হবে। এমনটাই আশা সাতক্ষীরাবাসীর।
এদিকে দুই দেশের বাস চলাচলের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে এখন দুটি বাস চলাচল করবে। আস্তে আস্তে এর সংখ্যা আরও বাড়বে। তার সঙ্গে বাড়বে নানামুখী সেবাও।
তাছাড়া ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন, এই যোগাযোগের ফলে বন্দরের ব্যবসায় চিত্রে আসবে ইতিবাচক পরিবর্তন।
ভোমরা বন্দর হয়ে সরাসরি কলকাতা বাস চলাচলের এই রুট চালু হওয়ার ফলে পাঁচ ঘন্টার মতো সময় সাশ্রয় হবে। দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন ছিল বাসযোগে ভোমরা বন্দর হয়ে সরাসরি কলকাতা যাওয়ার এবার তা সত্যি হলো। কম সময়ে কম খরচে যেতে পারায় সবাই খুশি।
এইউ