সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পেশায় তারা পরিচ্ছন্নতাকর্মী। পৌরসভার কাজ করে কোনোমতে চলত সংসার। তারাই কিনা ২৫০ রুপির লটারি কিনে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি! এ ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। খবর বিবিসি’র।
কেরালার ওই ১১ নারী পরিচ্ছন্নতাকর্মী লটারিতে ১০ কোটি রুপি জিতেছেন। তারা রাজ্যের পরপ্পানংগাদি পৌরসভার হরিৎ কর্ম প্রকল্পে নিয়োজিত। বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অজৈব বর্জ্য সংগ্রহ করাই তাদের কাজ। দিনপ্রতি তাদের আয় ২৫০ রুপি।
এই আয়ে সংসার চলত না ওই নারীদের। সন্তানের পড়ালেখা ও সংসারের অন্যান্য খরচ মেটাতেও ধারদেনা করতে হতো। তাই লটারি কিনে ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু একজনের পক্ষে লটারি কেনা কঠিন ছিল তাই অনেক কষ্ট করে টাকা জমান তারা।
এরপর ২৫০ রুপি দিয়ে জুনে রাজ্য সরকারের ২০২৩ মনসুন বাম্পার লটারি থেকে টিকিট কেনেন ওই ১১ নারী। ৯ নারী দিয়েছিলেন ২৫ টাকা করে। আর অন্য দুই জন দিয়েছিলেন সাড়ে ১২ রুপি করে।
কিন্তু রাতারাতি ভাগ্য বদলে যায় এই ১১ নারীর। গত সপ্তাহে লটারির ড্র হয়। আর তাতেই ভাগ্য খুলে যায় এই ১১ নারীর। এর আগেও লটারি কেটেছিলেন তারা। সে সময় তারা ছোটখাটো পুরস্কার জিতেছেন। তবে এবার এত বড় পুরস্কার জিতবেন তা তারা কল্পনাতেও করতে পারেননি।
কেরালার টিকিট বিভাগ এই ১১ নারীকে ১০ কোটি রুপির লটারির বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। ভারতের বেশির ভাগ রাজ্যেই লটারি অবৈধ। তবে কেরালা রাজ্য সরকার নিজেই একটি লটারি প্রকল্প চালায়। এখন সরকারকে কর দেওয়ার পর এই ১১ নারী ৬ কোটি ৩০ লাখ রুপি পাবেন।
এইউ