সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চারপাশে গাছগাছালি, তার ভেতরে মাথা উচু করে দাড়িয়ে আছে গোলপাতার ছাউনি। ভালো করে দৃষ্টি বুলালে দেখা যায়, অনকেগুলো টেবিল আর নাম না জানা খাবারের পসরা যেন কোনো ছোট খাটো খাবারের মেলা। যেখানে বসে শিক্ষার্থীরা গল্প, আড্ডা, তর্ক-বিতর্কে মেতে ওঠছে।
বলা হচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত গোলপাতার ক্যাফেটেরিয়ার কথা। ইট পাথরের খুলনা শহররে মধ্যে গোলপাতার ছাউনিতে যেন গ্রাম বাংলার ছােঁয়া পেয়েছে এই ক্যাফেটেরিয়া।
গত ০৯ জুলাই এই ক্যাফেটেরিয়া উদ্বোধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওভাল শপে আকারে নির্মিত এ ক্যাফেটেরিয়ার আয়তন ৫ হাজার ৪০০ স্কয়ার ফিট। দৃষ্টিনন্দন হওয়ায় ক্যাফেটেরিয়াটি সবাইকে সহজেই আকৃষ্ট করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, ক্যাফেটেরিয়াটি হওয়ায় তারা বিভিন্ন সুবিধা পাচ্ছে। পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এই ক্যাফেটেরিয়াটি দেখতে আসেন প্রতিদিন।
ক্যাফেটেরিয়ার ডিজাইনার বলছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরে ক্যাফেটেরিয়ার ডিজাইন করা হয়েছে। একই সাথে ক্যাফেটেরিয়ার সৌন্দর্যবর্ধনে লাগানো হচ্ছে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাফেটেরিয়ার ছাত্র-ছাত্রীদের মানসম্মত খাবার সরবরাহর পাশাপাশি শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য এটি তৈরি করা হয়ছে। একই সাথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে ক্যাফেটেরিয়ায় লাগানো হয়েছে সিসি ক্যামেরো।
খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণাঞ্চলের সত্যিকারের বাতিঘর হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
আরএ