সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খোলা মাঠের চারদিকে হাজারও মানুষের উপস্থিতি বলে দিচ্ছে গ্রামীণ জনপদে আজও হৃদয়ে আনন্দের দোলা দিয়ে যায় ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলাকে পুণরুজ্জীবিত করতে স্থানীয় যুবক ও সমাজকর্মী বেলায়েত হোসেনের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন। এ সময় ঢাক, ঢোলের তালে আর সানাইয়ের সুর তুলে তাদের আক্রমণ ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন এবং অসাধারণ ক্রীড়া নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের।
খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারও মানুষের ঢল নামে। তারা জানান, এক সময় লাঠিখেলা, দাড়িয়াবান্দা, গোল্লাছুট, হাডুডুসহ গ্রামীণ খেলা মানুষের মনের আনন্দের খোরাক ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন এসব হারানোর পথে। বহু বছর পর হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে পাওয়া অনেক আনন্দের।
আয়োজকরা জানান, বিলুপ্তির পথে থাকা লাঠিখেলাকে পুনরুজ্জীবিত করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া। পাশাপাশি লাঠিখেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকারের পৃষ্ঠপোষকতারও দাবি তারা।
বাঙালি সংস্কৃতি রক্ষায় বিলুপ্তির পথে থাকা ঐতিহ্যবাহী লাঠিখেলাকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার।
এইউ