সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) সারা দেশে বিস্তার লাভ করলেও তা এখনো কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলছে। তবুও গরম কমছে না। তীব্র গরম এবং অতিরিক্ত আর্দ্রতায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দেশের ৯ জেলায় এই গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৬ জুন) সংস্থাটির দেওয়া তথ্যে জানা যায়, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে।
এ ছাড়া সারা দেশে আজ রাত এবং আগামীকাল শনিবার (৮ জুন) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন রোববার (৯ জুন) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এফএইচ