সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা তারিক স্বপনের মা আফরোজা বেগম লিলি মারা গেছেন। শনিবার (১৯ আগস্ট) শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তার মা।
মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তারিক স্বপন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন— উফ মা। আমাদের রেখে চলেই গেলে! আর কোনোদিনই তোমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। মা বলে তোমাকে ডাকতে পারব না। এই পৃথিবীর দ্বিতীয় কেউ তুমি ছাড়া তোমার সন্তানের কষ্ট অনুভব করবে না। এই নির্মম নিষ্ঠুরতার জীবন নিয়ে কেন যে আমরা পৃথিবীতে আসি! হে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার মাকে আপনি বেহেশত নসিব করুন।
তারিক স্বপনের অভিনয়ের হাতেখড়ি মঞ্চনাটকের মাধ্যমে। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘অজানা অজান্তে’। এটি পরিচালনা করেন আশরাফুল আলম রন্টু। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
জেডএ