দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শতাধিক গাড়িরবহর নিয়ে সোমবার পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গাড়িবহর নিয় তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে এত টাকা কোথা থেকে পেল সারজিস। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লেখালেখি করছেন অনেকে। রাজনৈতিক নেতারাও তাদের নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়েও সারজিসের সফর প্রসঙ্গ তুলে আসছেন। এমনকি এত বড় গাড়িবহরের অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে তার জবাব চাইলেন স্বয়ং তার দলের আরেক শীর্ষ নেতা ডা. তাসনিম জারা।
তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস আলমক উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন-
প্রিয় সারজিস,
আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।
তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, "আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।" তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।
কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো — এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।
আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।
শুভেচ্ছান্তে, জারা আপু
/এফ এইচ