দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে কয়েকজন তরুণকে মিছিল করতে দেখা যায়। তারা স্লোগান দিচ্ছেন, ‘এক দুই তিন চার, শেখ হাসিনা গড়ি ছাড়/ স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে।’
হাসনাত ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘এটি ৩ অগাস্টের ভিডিও। ছেলেগুলো সেকেন্ড ইয়ারে ছিল তখন। এঁরা আমার ভাই হয়।’
এই ফেসবুক পোস্টটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। শুক্রবার এ নিউজ লেখা (৮.৪৪ মিনিট) পর্যন্ত ৩৭ হাজার মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া নয়শ’ বত্রিশটি কমেন্ট ও একশ’ চুরাশিবার শেয়ার হয়।
এতে অনেকেই হাসনাতের বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।
সাইফুর রহমান কাওসার নামে একজন কমেন্টে লিখেছেন, ‘দিন শেষে হাসনাতরাই আমাদের সাহস ঝুগিয়েছিল। সবাই যখন আশা ছেড়ে দিয়ে হাসিনাকে আল্লাহর হাতে সপর্দ করে দিয়েছিল, তখন আল্লাহ হাসনাতদেরই মনোনিত করেছিলেন এবং তাদের নেতৃত্বেই আল্লাহ আমাদের মুক্ত করেছেন। তাদের অবদান অস্বীকার করার মানেই হলো সত্যকে অস্বীকার করা। হাসনাতরা আমাদের অহংকার। তাদের ভুল হতেই পারে, তাদের সাথে আমাদের মতবিরোধ থাকতেই পারে; কিন্তু দিন শেষে তারাই আমাদের ভাই। আমরা যেন তাদের ভালোবাসি।’
আরএ