দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় সময়ই সোচ্চার থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এবার সংবিধান ও সরকার নিয়ে বিভিন্ন কথা উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিকুর রহমান খান নামে একজনের স্ট্যাটাস শেয়ার দেন।
এতে তিনি বলেন, সিরিয়াতে সংবিধান স্থগিত করে দিয়েছে। আসাদের দলকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সিরিয়ার সরকারকে আর কখনও এসব নিয়ে এক মিনিটও সময় নষ্ট করতে হবে না। ওদিকে আমাদের সরকার এখন বসে বসে চিন্তা করতেছে আওয়ামী লীগের ডাকা হরতাল তারা কেমনে প্রতিহত করবে। এটাই পার্থক্য আসলে।
সাদিকুর রহমান খাঁন বলেন, ৭১-এ আমরাও স্বাধীন হলাম। ভিয়েতনাম স্বাধীন হলো ৭৫-এ। সেই ভিয়েতনাম দেখে আমাদের এখন আফসোস করা লাগে। সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো আমাদের ৪ মাস পরে। অথচ আমাদের যা করার কথা ছিল, ওরা সেইটা করতেছে। আর আমরা বসে বসে আন্দোলনের হিসাব দিচ্ছি, চেতনার নিয়ে মারামারি করতেছি।
তিনি আরও বলেন, আজ থেকে ৫০ বছর পর সিরিয়া দেখেও হয়তো আমাদের সন্তানরা আফসোস করবে, আর আমাদের অভিশাপ দেবে। একটা দেশের রাজনীতিবিদরা কতটা নীচ, জঘন্য আর জানোয়ার হলে বারবার রক্ত দেওয়ার পরেও সেই রক্তের সাথে এরা বারবার প্রতারণা করে।
পরিশেষে তিনি বলেন, ৭১-এ শহীদদের অভিশাপ আমাদের ওপর হাসিনা হয়ে নেমে এসেছিল। ২৪-র শহীদদের অভিশাপ নিতে আমরা প্রস্তুত আছি তো।
আরএ