সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি।
দিনটিকে স্মরণ করে বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে তারা সম্মান জানান শহীদ ভাইদের প্রতি।
কামরুল হাসান নামে একজন লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা। চেতনায় আছে মুক্তিযুদ্ধ। প্রেরণাতে মহান বিজয়। লক্ষ্য প্রাণের রক্তস্রোতে এসেছে নতুন সূর্যোদয়।’
এন বি আকাশ নামে একজন রিখেছেন, ‘বিজয়ের চেতনা জাগ্রত হোক সকল বাংলাদেশির হৃদয়ে; ১৬ ডিসেম্বর অমর থাকুক। সবাইকে বিজয় দিবসের আন্তরিক অভিনন্দন রইল।’
মোহাম্মদ আকতার নামে একজন লিখেছেন, ‘৭১ সেই বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। পরকালে যেন শহীদ ভাইয়েরা ভালো থাকে সেই কামনা করি।’
মো. ইমরান হোসাইন নামে একজন লিখেছেন, ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা! সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আরএ