সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইহকালীন জীবনে মানুষের কৃতকর্মের মাধ্যমে অর্জিত নেকী পরকালীন জীবনে পরিত্রাণ লাভের অসীলা হবে। তাই দুনিয়াতে অধিক নেক আমলের দ্বারা বেশী বেশী ছওয়াব লাভের চেষ্টা করা মুমিনের কর্তব্য। কিন্তু পার্থিব জীবনের মায়াময়তায় জড়িয়ে আমলে ছালেহ থেকে দূরে থাকলে পরকালীন জীবনে কষ্টভোগ করতে হবে। এজন্য রাসূল (সা.) বলেন, পৃথিবীর মিষ্টতা পরকালের তিক্ততা। আর পৃথিবীর তিক্ততা পরকালের মিষ্টতা। তাই পরকালীন জীবনে আল্লাহর শাস্তির ভয়ে গোনাহ পরিহার করতে হবে এবং অফুরন্ত নেয়ামত সমৃদ্ধ অমূল্য জান্নাত লাভে নেক আমল বেশী বেশী করতে হবে।
জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সঙ্গে ঈমান ও নেক আমল করা। যেমন- ফরয পালন, পাপ বর্জন, তাক্বওয়া অর্জন ও দোআ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘জালেমদের জন্য আমি মহা অগ্নিময় স্থান প্রস্তুত করে রেখেছি, যার শিখা চারদিক থেকে তাদের ঘিরে জাহান্নামে ফেলবে। যখন পানির জন্য ছাতি ফাটিয়ে চিৎকার করবে, তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেয়া হবে, যা তাদের মুখগুলো পুড়িয়ে কয়লা করে ফেলবে। হায়, কী নিকৃষ্ট সে পানি, কী নিকৃষ্ট সেই আবাসস্থল! (সুরা কাহাফ, আয়াত: ২৯)
জান্নাত ও জাহান্নামে যাওয়ার প্রধান দুই কারণ বর্ণনা করে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাত লাভের দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযুবিকা মিনান্নার।
অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’(তিরমিজি: ২৫৭২)
জাহান্নাম থেকে মুক্তির দোয়া
জাহান্নাম থেকে বাঁচতে মহান আল্লাহ বান্দাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচতে ইসলাম গ্রহণের সঙ্গে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাক্বওয়া অর্জন ও দোয়া করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন-
উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার।
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা, আয়াত: ২০১)
উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা জিবরাইলা ওয়া মিকাইলা, ওয়া রব্বা ইস্রাফিল, আউজু বিকা মিন হাররিন নারি ওয়া মিন আজাবিল কাবরি।
অর্থ: হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলের প্রতিপালক এবং ইসরাফিলের প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আজাব থেকে। (নাসায়ি: ৫৫১৯)
এছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন।
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল! আপনি আমাকে এমন আমল বলে দিন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রক্তের সম্পর্ক বজায় রাখবে। (বুখারি ও মুসলিম)।
এস