সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুস্থতা মহান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। তবে আমরা মাঝেমধ্যেই নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর পক্ষ থেকে আসে। রোগ-ব্যাধি মুমিনের জন্য পরীক্ষাস্বরূপ। যাতে মানুষ রোগ-শোকে নিজের অসহায়ত্ব অনুভব করে এবং মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। পবিত্র কোরআনুল কারিমে এমন কিছু সূরা এবং আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-ব্যাধির জন্য আয়াতে শেফা স্বরূপ। তাই এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ-ব্যাধি থেকে মুক্তি চাওয়া উচিৎ।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন অসুস্থ হয় এবং আল্লাহ তাআলা তা থেকে তাকে সুস্থও করে দেন, এ অসুস্থতা তার পূর্ববর্তী গোনাহের কাফ্ফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ হয়। (আবু দাউদ: ৩০৮৯)
১. বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) ও আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে দেখে উল্লিখিত দোয়াটি পড়ে, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। (তিরমিজি: ৩৪৩২)
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদিলা।
অর্থ: সকল প্রশংসা আল্লাহর, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন।
২. দুরারোগ্য ব্যাধি থেকে পরিত্রাণের জন্য এ দোয়াটি খুবই কার্যকরী:
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল ঝুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।
অর্থ: হে আল্লাহ! আমি অবশ্যই তোমার কাছে ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ-ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।(আবু দাউদ: ১৫৫৪)
৩. নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এ বাক্যটি তিনবার বলবে, আল্লাহ তাকে তিনটি রোগ থেকে মুক্ত রাখবেন। যথা- অন্ধত্ব, বিকলাঙ্গতা ও পক্ষাঘাত। (মুসনাদে আহমাদ: ২০৬০২)
উচ্চারণ: সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি।
অর্থ: আমি সুমহান আল্লাহ তায়ালার পবিত্রতা ঘোষণা করছি। তার প্রশংসা জ্ঞাপন করছি।
এস