দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে। পোশাক-পরিচ্ছদের বিষয়েও ইসলামের মৌলিক দিক নির্দেশনা রয়েছে। পোশাক মানুষের দেহের সুরক্ষার পাশাপাশি তার রুচি, রীতি, আদর্শ ইত্যাদি প্রকাশ করে।
পোশাক পরার ব্যাপারে রসুলুল্লাহ (সা.) বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। যেমন টাখনুর নিচে কাপড় না পরা, স্বর্ণের জিনিস না পরা। এভাবে কাপড়ের রঙের ব্যাপারেও বলেছেন। লাল ও হলুদ রঙের পোশাকের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা পাওয়া যায়, হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন,
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পরনে হলুদ রঙের (জাফরান রঙের) দুটি বস্ত্র দেখে বললেন, এগুলো কাফেরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না। (মুসলিম ২০৭৭)
অন্য বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার গায়ে হলুদ রঙের দুটি বস্ত্র প্রত্যক্ষ করে বললেন, ‘তোমার মা কি তোমাকে এ কাজে নির্দেশ দিয়েছেন? আমি বললাম, এ দুটি ধুয়ে ফেলি? তিনি বললেন, বরং দুটিকেই পুড়ে ফেল।’ (মুসলিম ২০৭৭)
লাল রঙের ব্যাপারে হজরত ইমরান ইবনু হুসাইন (রা.) বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি লাল রঙের জিনপোষে (এক ধরনের কাপড়) সওয়ার হই না, হলুদ (কুসুম) বর্ণের কাপড় পরি না এবং রেশম আটকানো জামা পরিধান করি না। (আবু দাউদ ৪০৪৮)
হজরত উমর (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ ৩৫৯১)
হাদিস সমূহের ব্যাখ্যা
সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববি (রহ.) বলেন, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) কুসুম রং দ্বারা রঙিন দুটি কাপড় পরেছিলেন। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এটা পরতে নিষেধ করেন এবং তা জ্বালিয়ে ফেলতে বলেন। এর কারণ হল, এগুলো অমুসলিম সাধু-সন্ন্যাসীদের ধর্মীয় পোশাক।
অনেক বৈরাগী-সন্ন্যাসীরাও গেরুয়া কিংবা কুসুম রঙের বিশেষ এক জোড়া পোশাক পরিধান করে থাকে। বর্তমানেও তাদের এ রকম পোশাক পরিলক্ষিত হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তাদের সাথে সাদৃশ্যশীল এই পোশাক দেখেই উক্ত সাহাবিকে তা পরিধান করতে নিষেধ করেছেন। এমনকি তার নমুনাও যেন বাকি না থাকে তাই তা জ্বালিয়ে ফেলতে বলেছেন।
আবার সাহাবি এ কাপড় ধৌত করে পরার অনুমতি চাইলেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অনুমতি দেননি। কেননা ধুয়ে ফেললে গন্ধ দূর হলেও রং দূর হয় না। অথবা ওই কাপড় দুখানা বিশেষ ডিজাইনে তৈরি ছিল যা কাফির মুশরিকদের ধর্মীয় প্রতীক বহন করছিল। তাই মুসলিমদের ওই কাপড় পরা আদৌ সংগত নয়। অতএব তিনি জ্বালিয়ে সমূলে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। (মিরক্বাতুল মাফাতিহ; শারহুন নববি ১৪শ খণ্ড ২০৭৬/২৪)
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু নিষেধ করেছেন সেহেতু অবিমিশ্র উজ্জ্বল লাল ও হলুদ উভয় রঙের পোশাক/কাপড় পুরুষদের জন্য না পরাই উচিত। ইমাম নববি রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাজমু গ্রন্থে উল্লেখ করেছেন, তবে লাল ও হলুদের সঙ্গে অন্য রং মিশ্রিত থাকলে উক্ত পোশাক পরায় কোনো বাধা নেই।
এস