গান্স এন রোজেস- এর গান নিয়ে ট্রিবিউট টু দ্যা লিজেন্ড
বিশ্ববিখ্যাত ব্যান্ড গান্স এন রোজেস-এর গান নিয়ে দেশ টিভিতে নিয়মিত প্রচারিত অনুষ্ঠান ট্রিবিউট টু দ্যা লিজেন্ডের এবারের আয়োজন। গান্স এন রোজেসের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন আবির এ্যান্ড ফ্রেন্ডস। ফুয়াদ নাসের বাবুর সার্বিক তত্ত্ববধানে এবং আলমগীর হোসেনের প্রযোজনায় ট্রিবিউট টু দ্যা লিজেন্ড অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৭টা ৪৫ মিনিটে।