সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। খবর আলজাজিরার।
আইওএম রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের তাইজ প্রশাসনিক এলাকার উপকূলে অভিবাসনপ্রত্যশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে।
এতে আরও বলা হয়েছে, নৌকাটি ২৫ ইথিওপিয়ান ও দুই ইয়েমেনি নাগরিককে নিয়ে জিবুতি থেকে রওনা হয়। এরপর এটি বানি আল-হাকাম সাব-জেলার দুবাব জেলার কাছে ডুবে যায়। আইওএম জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মধ্যে ১১ জন পুরুষ ও দুই নারী। ইয়েমেনে আইওএম মিশনের ভারপ্রাপ্ত প্রধান ম্যাট হাবার বলেন, সাম্প্রতিক ট্র্যাজিডিতে স্পষ্ট এ পথে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই বিপদে পড়েন। এছাড়াও তিনি অভিবাসনপ্রত্যাশীদের জীবন রক্ষার জন্য সমন্বিত উদ্যোগের কথাও বলেন।
কে