সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে একটি নৌকা থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ মে) সমুদ্রে নৌকায় ভেসে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিংয়ের উদ্ধারকারী দল।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে সোমবার (২০ মে) স্থানীয় সময় ভোরে নৌকায় ভাসতে থাকা ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এসওএস মেডিটারেনির মাধ্যমে পরিচালিত ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকারী দলের সদস্যরা আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে তারা জানতে পেরেছেন, তিন দিন ধরে নৌকায় ভাসছিলেন এ বাংলাদেশিরা। নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়েছেন। উত্তর লিবিয়ার বেনগাজি থেকে যাত্রা শুরু করা এ অভিবাসনপ্রত্যাশীরা ইতালির সিসিলি দ্বীপে যেতে চেয়েছিলেন।
দেশটির গণমাধ্যমে প্রচার করা হয় ৩৫ বাংলাদেশি উদ্ধারের ঘটনা। তবে এ ঘটনায় প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে। প্রবাসী কমিউনিটির এক নেতা বলেন, যারা এসেছেন, তাদের প্রাণহানীর ঘটনাও ঘটতে পারত। এভাবে আসবেন না। ইতালি প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, এভাবে অবৈধ পথে কেউ এখানে আসবেন না, ঝুঁকি নিয়ে। দেশটি নতুন নতুন নিয়ম কানুন তৈরি করেছে। ইতালি সরকার উদ্ধারকারী নৌকাগুলোকে সিসিলি কিংবা লাম্পেদোসা সমুদ্র বন্দরে সচরাচর ভিড়তে দেয় না। এছাড়া দেশটির নতুন আইনে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়ার বিধান রাখা হয়েছে। ফলে এ ৩৫ বাংলাদেশির ভাগ্যে কী আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতা ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বারবারই এ পথ পরিহারের আহ্বান জানিয়ে আসছেন। প্রতি বছর শীতের শেষে সমুদ্রপথে অবৈধ অভিবাসীদের ঢল নামে। চলতি বছরের ২০মে পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছেন ৩ হাজার ৯০০ বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, চলতি বছর ভূমধ্যসাগরে নিখোঁজ এবং মৃত্যু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৬২২ অভিবাসনপ্রত্যাশীর।
কে