সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে সংবিধান সংশোধন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৬ আগস্ট) বিআইসিসিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিল বিএনপি, আওয়ামী লীগ করেনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী দিয়েছিল জিয়াউর রহমান।
তিনি বলেন, বিএনপিকে প্রশ্ন করি, হঠাৎ করে ১৫ আগস্ট কী করে খালেদা জিয়ার জন্মদিন হলো? খালেদা জিয়ার ছয়টি জন্মদিন কী করে হয়? এসব বললে তো মির্জা ফখরুল সাহেব বলবেন- শিষ্টাচার বহির্ভূত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আসলে এগুলো হলো মিথ্যার বেসাতি। জাতি ও ইতিহাস তাদের ক্ষমা করবে না।
বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতারা বলুক কেন তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল। আসলে খুনিদের স্বীকৃতি জিয়া ও খালেদা দুই জনই দিয়ে গেছেন।
কাদের বলেন, ওদের গণতন্ত্র অর্থপাচারের গণতন্ত্র, ওদের গণতন্ত্র দুর্নীতির গণতন্ত্র। আর এদের সঙ্গেই লড়তে হচ্ছে আমাদের। প্রতিযোগিতা করতে হচ্ছে শেখ হাসিনাকে।
জেডএ