সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নুতন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) ‘নোঙ্গর’ প্রতীক দেওয়া হয়েছে। এদিকে জাতীয় পার্টির (জাপা) দলীয় প্রতীক লাঙ্গল। ‘নোঙ্গর’ আর ‘লাঙ্গল’ উচ্চারণে মিল থাকায় আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বিএনএমকে নোঙ্গর প্রতীকের বদলে অন্য কোনো প্রতীক দেওয়ার অনুরোধ জানিয়ে রোববার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাপা।
চিঠিতে জাপা বলেছে, ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণে অন্ত্যমিল রয়েছে। পাশাপাশি দুটি প্রতীকের মধ্যে সাদৃশ্য আছে। ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সবার দৃষ্টিশক্তি সমান থাকে না।
চিঠিতে আরও বলা হয়, একসময় একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে জাহাজের ছবির কিছুটা সাদৃশ্য দেখায়—এমন আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীক বাদ দেওয়া হয়।
জাপার মহাসচিব মুজিবুল হকের সই করা চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে—ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে “নোঙ্গর” প্রতীক দেওয়া হয়েছে—তাতে আমাদের আপত্তি আছে। কারণ—এক. “নোঙ্গর” ও “লাঙ্গল” উচ্চারণের মধ্যে কিছুটা অন্ত্যমিল রয়েছে। দুই. এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন।’
এফএইচ