সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত।
গত ১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু ডিএমপির অনুমতি না পাওয়ায় শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা জানায় দলটি।
তবে ডিএমপি কমিশনার বলেছেন, জামায়াতে ইসলামীকে শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত মঙ্গলবার (১ আগস্ট) ডিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দেয় জামায়াতে ইসলামী। আবেদনপত্রে শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ পালনে সহযোগিতা চাওয়া হয়।
এইউ