সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঁচাত্তরের সেই ঘাতক শক্তি এখনও তৎপর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মঙ্গলবার (১ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, এখনও বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। একাত্তরের সেই পরাজিত পরাশক্তি এবং পঁচাত্তরের সেই ঘাতক শক্তি তারা এখনো তৎপর। তারা এখনো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীকে ভয় পায়। যার কারণে তারা ষড়যন্ত্র করছে কীভাবে বঙ্গবন্ধুর কন্যাকে সরিয়ে দেওয়া যায়।
তিনি বলেন, একাত্তরের পরাজিত সেই পরাশক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ভেবেছিল বাংলাদেশে হয়ত আর স্বাধীনচেতা মানুষ বা জনগণের কল্যাণ করার মতো কেউ থাকবে না। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীকে নিয়ে তাদের ভয় ছিল। সে কারণে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।
হানিফ বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন সেই বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দেশ অন্ধকার নিমজ্জিত হয়েছিল। সেই বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৫ বছরের মধ্যে আলোয় উদ্ভাসিত করেছেন।
এফএইচ