দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নির্বাচন বিলম্ব হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা কলঙ্কিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ আশঙ্কার কথা বলেন।
দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, এমন কথা যেন কেউ না বলে যে নির্বাচন ২০২৬- এর মাঝামাঝি হতে পারে। নির্বাচন বিলম্ব হলে ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদাকে কলঙ্কিত করবে ডেভিল হান্টের সদস্যরা। কার ষড়যন্ত্রে আবারও মইনুদ্দিন-ফখরুদ্দিনের জন্ম দেয়ার চেষ্টা চলছে-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, পার্লামেন্টে কথা বলা থেকে বঞ্চিত করেছেন সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে আক্রমণ হত না। এখন নির্বাচন দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখাতে হবে। বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতয় যেতে চায় না বলেও জানান বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, মির্জা ফখরুলের সমান হোন। এরপর সমালোচনা করুন, যোগ করেন জয়নুল আবদিন ফারুক।
কে