সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অগণতান্ত্রিক সরকারের অধীন দেশ বেশিদিন চলতে পারে না। তাই এ বছরই নির্বাচন চায় বিএনপি। এর বিকল্প কিছু ভাবছে না দল।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। সংস্কার প্রশ্নে যেগুলো একমত হবে সেগুলো করার পক্ষে মত দিয়েছে বিএনপি। বাকি সংস্কার নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছেন ইউ রাষ্ট্রদূত। জবাবে, অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের উদ্যোগের ধারাবাহিকতা বিএনপি ধরে রাখার আশ্বাস দেন নেতারা। আগামীতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে বিনিয়োগকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
আরএ