সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এমন অভিযোগ করে জিএম কাদের বলেন দেশে সংঘাতময় পরিবেশ তৈরি করছে সরকার। এসময় বিচারের মধ্য দিয়ে আওয়ামীলীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান। জান্নাতুল মোহনার রিপোর্ট।
গত ৪ই ডিসেম্বর বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সে অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি। সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় দলটির চেয়ারম্যান রাজনৈতিক অঙ্গন থেকে জাতীয় পার্টিকে অবাঞ্চিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
জাপা চেয়ারম্যান বলেন আওয়ামীলীগের মত একতরফা নির্বাচন করলে সংস্কার টেকসই হবেনা। বলেন, দেশে ঐক্যের নামে সংঘাতময় পরিবেশ তৈরি করছে সরকার।
আগামী দিনের নির্বাচনে আওয়ামীলীগকে নিয়েও কথা বলেন জিএম কাদের।
জাতীয় পার্টির সভা-সমাবেশ করতে না দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, বলেও জানান জাপা চেয়ারম্যান।
কে