সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্পৃতি আরো মজবুত করা হবে। এ জন্য দেশের সকল ফরম থেকে কে কোন ধর্মালম্বী সেই অপশন তুলে দেওয়া হবে। দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মের সেটি বড় কথা নয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী ২ পলাশ নির্বাচনি এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, ছাত্র-জনতা বাংলাদেশে স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেউ যেন ধ্বংস করতে না পারে। সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
জিনারদীর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিলটন, রাবান দুর্গামন্দির কমিটির সভাপতি জাদব কর, সাবেক ইউপি মেম্বার যানকিবসুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কে