সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) গ্র্যান্ড কংগ্রেসে যোগ দিতে দেশটিতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন। শুক্রবার (৬ অক্টোবর) প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আওয়ামী লীগকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানায় আঙ্কারা। শনিবার (৭ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি’র গ্র্যান্ড কংগ্রেস হবে।
বাংলাদেশের সঙ্গে তুরস্কের ভালো যোগাযোগ রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা গত ৩ জুন আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
এইউ