সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। দুই মাসের পণ্য আমদানি করার টাকা নেই। দেশ ডুবে যাচ্ছে আর প্রধানমন্ত্রী বলছেন আমরা ভাসছি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ‘আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই।
মান্না বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মানুষ চায় সরকারের পরিবর্তন। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি দমন-নিপীড়ন বেড়ে চলেছে। মাত্র ২ দিন আগে ডিএমপির নতুন পুলিশ কমিশনার বলেছেন- অনুমতি ছাড়া কোনো সমাবেশ করা যাবে না। কমিশনার এই কথা বলার আগের দিন একই কথা ওবায়দুল কাদের বলেছেন। কমিশনাররা এখন সরকারের পক্ষে কথা বলেন। তাছাড়া ব্যাংকগুলোকে দেউলিয়া করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সংকটে ফেলে দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘যিনি ১৮ দিন ধরে আমেরিকা এবং লন্ডনে ঘুরে আসছেন, উনি আসলে কী নিয়ে আসবেন? কোনো অর্জন আছে? জনগণকে বলার মতো কিছু আছে? মাথাভর্তি রাগ, ক্ষোভ এবং হতাশা নিয়ে তিনি দেশে আসবেন। আমরা পূজা পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতরে আপনি ভালো হয়ে যান।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রধানমন্ত্রী রাগ দেখাতে পারবেন কিন্তু কোনো কাজ বাস্তবায়ন করতে পারবেন না।’
সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
এফএইচ