সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতিশ্রুতিশীল প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী নেতৃত্বের পদক্ষেপ হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা প্লাটিনাম আতিকুর রহমানকে তার নতুন স্থানীয় কমিটির চেয়ার নির্বাচিত করেছে।
নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান একজন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ও উদ্যোক্তা। তিনি সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগে যুবদের সম্পৃক্ত থাকায় অবদান রেখেছেন।
ডিজিটাল মিডিয়া এবং কৌশলগত পরিকল্পনায় তার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
নতুন চেয়ার বলেন, স্থানীয় কমিটির চেয়ার নির্বাচিত হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত। আমার লক্ষ্য উদ্ভাবন, বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগের ওপর ফোকাস করা।
তার নেতৃত্বে জেসিআই ঢাকা প্লাটিনাম অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই তার কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় ব্যবসা ও এনজিও'র সঙ্গে কমিউনিটি পরিষেবা প্রকল্পগুলোর প্রসারণে অংশীদারত্ব বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
তার কৌশলগত দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে তরুণ নেতাদের ক্ষমতায়ন, উদ্যোক্তাদের উন্নয়ন, শিক্ষা ও পরিবেশগত স্থায়িত্ব এবং যুব উন্নয়নের মতো সামাজিক চ্যালেঞ্জগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখা। গত বছরের ২১ জানুয়ারি রাজধানীর গুলশান ক্লাবের পটিও হলে জেসিআই ঢাকা প্লাটিনামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দসহ দেশের উচ্চ পর্যায়ের আরো অসংখ্য অতিথি। ১৯১৫ সালের ১৩ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে হেনরি গিয়েসন বিয়ার জুনিয়র, সেন্ট লুইস, মিসৌরি মিলে জুনিয়র চেম্বার এর যাত্রা শুরু করেন।
স্থানীয় পর্যায়ের এই সংগঠনটি ক্রয়েই আন্তর্জাতিক রূপ পায়। পরবর্তীতে গিসেন বিয়ার বিভিন্ন আঞ্চলিক প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবকাঠামোতে অবদান রাখা তরুণদের তাঁদের নেতৃত্ব এবং উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনা তৈরির দিকে এগিয়ে নিতে থাকেন। বর্তমানে সংস্থাটি পজেটিভ এবং ইন্সপাইরিং লিডারশিপ সৃষ্টিতে বিশ্বব্যাপী ১২৪টিরও বেশি দেশে তার ডানা বিস্তৃত করার মাধ্যমে বিশ্বের অন্যতম বড় সংগঠনে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, জেসিআই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বে টেকসই সামাজিক পরিবর্তনের লক্ষ্যে এবং জাতিসংঘের এসডিজি-১৭ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়া বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক সংস্থা।