সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশ ও সিরিয়ার সরকার পতনের চিত্রকে ‘ডমিনো ইফেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-
তসলিমা নাসরিন লিখেন- ‘শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদ এবং তাঁর বাবা ক্ষমতায় ছিলেন ৫৪ বছর। এক মাসের বিদ্রোহে হাসিনার পতন। ১২ দিনের বিদ্রোহে আসাদের পতন। হাসিনা পরিবার নিয়ে চলে গেছেন ভারতে। আসাদ পরিবার নিয়ে পালিয়ে গেছেন রাশিয়ায়া।’
তিনি লিখেন, ‘হাসিনার সেনাবাহিনী হাসিনার পক্ষে যুদ্ধ করেনি। আসাদের তিন লক্ষ সেনা যারা ১৩ বছর ধরে আসাদের দুর্গ রক্ষা করেছে, তারাও রণে ভঙ্গ দিয়েছে। অনেকটা একই রকম বাংলাদেশ আর সিরিয়ার চিত্র। ডমিনো ইফেক্ট বলা যায়।’
তসলিমা লিখেন, ‘সিরিয়ায় যারা বিদ্রোহ করেছে আসাদ সরকারের বিরুদ্ধে, তারা জঙ্গী জিহাদি সন্ত্রাসী দল। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এরা আল কায়দার সঙ্গে জড়িত। আইসিসের আদর্শও এদের আদর্শ। এরাও ইসলামী শাসন চায়, খেলাফত চায়। অবিকল বাংলাদেশের মতো ঘটনা। স্বৈরাচারীদের বিরুদ্ধে জিহাদি জঙ্গীরাই কেন বিদ্রোহ করে, ভাল মানুষদের রক্ত কি শীতল হয়ে গেছে সবখানে?’
কে