সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মা হারালেন জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির নিবরাস। বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতা নিয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার (২০ মে) ওই হাসপাতালের ইন্টেন্সিভকেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ ‘টিম নাদির অন দ্য গো’তে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে সেখানে নিউমোনিয়াকে উল্লেখ করা হয়েছে।
পোস্টে নাদির বলেন, ‘আমার প্রাণপ্রিয় মামণি আর আমাদের মাঝে নেই। তাকে আপনারা মনে রাখবেন, প্রার্থনায় রাখবেন। মামণি গত সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন। আমরা ভেবেছিলাম, এটা কোনো মৌসুমি ফ্লু হবে। যেহেতু বাবাও অসুস্থ ছিলেন এবং গত সপ্তাহে সেরে উঠেছেন তিনি।’
নাদির নিবরাস আরো জানান, ‘দুই দিন আগেও মা মোটামুটি সুস্থ ছিলেন (সকালের নাশতা নিজে বানাতেন, ঘোরাফেরা করতে পারতেন)। হঠাৎ কাশির সঙ্গে রক্ত পড়া শুরু হয়।’ তখন নাদির ইন্দোনেশিয়ায়। সেখান থেকে গত শনিবার সন্ধ্যায় জানতে পারেন, মা অনেক অসুস্থ; আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের পরীক্ষায় নিউমোনিয়া ও শ্বেতরক্তকণিকার সংখ্যা কম ধরা পড়ে। অবস্থা দ্রুত খারাপ হতে থাকে, মারা যান তিনি।
এ অবস্থায় নিজের বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন নাদির, ‘আমি এখন পরিবারের সঙ্গে একা সময় কাটাতে চাই। এই কঠিন সময়ে কিছুটা গোপনীয়তা (প্রাইভেসি) পেলে খুশি হব। আমি এটা জেনে আনন্দিত যে বেঁচে থাকাকালে মামণি সুখী ও পরিপূর্ণ জীবনযাপন করেছেন। একই সঙ্গে এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে, আমার প্রতি সবচেয়ে বেশি যত্নশীল মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে শেষবিদায়ও জানাতে পারলাম না।’
ব্লগে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্যে নাদির লিখেছেন, ‘আপনার যদি বয়স্ক কোনো আত্মীয় থাকে, অনুগ্রহ করে তাকে নিউমোনিয়ার টিকা এবং ডাক্তার কর্তৃক সুপারিশকৃত ভ্যাকসিন দিন।’
উল্লেখ্য, ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সাথে দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত।
২০১৬ সাল থেকে তিনি ইউটিউবে ভ্রমণের ভিডিও আপলোড করেন। তার একাধিক চ্যানেল রয়েছে এই প্ল্যাটফর্মে—‘নাদির অন দ্য গো’, ‘নাদির অন দ্য গো-বাংলা’, ‘নাদির অন দ্য গো-এক্সট্রাজ’, ‘ফুড অন দ্য গো’।
এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ (১৪ লাখের বেশি) যুক্ত রয়েছে ‘নাদির অন দ্য গো-বাংলা’ চ্যানেলটিতে। সবচেয়ে বেশি ভিডিও (৬৫৯টি) তিনি আপলোড করেছেন ইংরেজি চ্যানেল ‘নাদির অন দ্য গো’তে।
এ ছাড়া তিনি ফেসবুকে ভ্রমণবিষয়ক ভিডিও শেয়ার করেন। আর কখন, কোথায় থাকেন, সেই রিয়েল টাইম লোকেশন একমাত্র ইনস্টাগ্রামের অনুসারীদের জানান।
তার এই ভ্রমণের নেশা পারিবারিকভাবে পাওয়া। ছোটবেলা থেকেই মা-বাবার সঙ্গে দেশে–বিদেশে ঘুরেছেন। সেই নেশা থেকেই এখন হেঁটেছেন ভ্রমণের পথে। পুরোদস্তুর ট্রাভেলর হওয়ার পরও মা-বাবাকে সঙ্গে নিয়ে অনেক দেশ ঘুরেছেন। কয়েক মাস আগে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েও মায়ের সঙ্গে নানা রকম মজা করতে দেখা যায় তাকে। এর আগে পরিবারের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন।
এস